উপ 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর প্রত্যেক মানুষ যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, তাও আল্লাহ্র দান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সুতরাং আমাদের উচিত পূর্ণ আনন্দে শ্রমফল ভোগ করা, এই-ই ঈশ্বরের অভিপ্রায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঈশ্বর চান প্রত্যেকে পানীয়, খাদ্য এবং তাদের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাক। এই হল ঈশ্বরের উপহার। অধ্যায় দেখুন |