উপ 2:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তখন আমি মনে মনে বলিলাম, হীনবুদ্ধির প্রতি যাহা ঘটে, তাহাই ত আমার প্রতি ঘটে, তবে আমি কি নিমিত্ত অধিক জ্ঞানবান হইলাম? পরে আমি মনে মনে বলিলাম, ইহাও অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তখন আমি মনে মনে বললাম, হীনবুদ্ধির প্রতি যা ঘটে, তা-ই তো আমার প্রতি ঘটে, তবে আমি কি জন্য বেশি জ্ঞানবান হলাম? পরে আমি মনে মনে বললাম, এও অসার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তারপর আমি নিজের মনে মনে বললাম, “বোকার যে দশা হয় তা তো আমার প্রতি ঘটে। তাহলে জ্ঞানবান হয়ে আমার কী লাভ?” আমি নিজের মনে মনে বললাম, “এটাও তো অসার।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তখন আমি ভাবলাম, মূর্খের যে পরিণাম, আমারও সেই একই পরিণাম! তবে আমার কি লাভ হল এত জ্ঞান অর্জন করে? আশ্চর্য! বুঝতে পারি না- কোথায় এর উত্তর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তখন আমি মনে মনে বলিলাম, হীনবুদ্ধির প্রতি যাহা ঘটে, তাহাই ত আমার প্রতি ঘটে, তবে আমি কি নিমিত্ত অধিক জ্ঞানবান হইলাম? পরে আমি মনে মনে বলিলাম, ইহাও অসার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমি নিজে ভেবেছিলাম, “একজন মূর্খের যে পরিণতি হয় আমারও তাই হবে। তবে আমি কেন জ্ঞান লাভের জন্য এত কঠিন পরিশ্রম করব?” আমি নিজেকে বললাম, “জ্ঞানী হওয়াও অর্থহীন।” অধ্যায় দেখুন |