Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 10:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 যে ব্যক্তি প্রস্তর সরায়, সে তাহাতেই ব্যথা পাইবে; ও যে ব্যক্তি কাষ্ঠ চিরে, সে তাহাতে বিপদ্‌গ্রস্ত হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যে ব্যক্তি পাথর সরায় সে তাতেই ব্যথা পাবে ও যে ব্যক্তি কাঠ কাটে সে তাতে বিপদ্‌গ্রস্ত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে; যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 পাথরের খাদে যে পাথর কাটার কাজ করে, পাথরেই তার আঘাত লাগে। যে কাঠ কাটে, ঐ কাঠ দিয়েই তার আঘাত লাগার সম্ভাবনা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যে ব্যক্তি প্রস্তর সরায়, সে তাহাতেই ব্যথা পাইবে; ও যে ব্যক্তি কাষ্ঠ চিরে, সে তাহাতে বিপদ্‌গ্রস্ত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 যে ব্যক্তি বিশাল পাথর সরায় সে পাথরের আঘাতে আহত হতে পারে। যে ব্যক্তি গাছ কাটে সেই গাছগুলি তার ওপরেই পড়তে পারে।

অধ্যায় দেখুন কপি




উপ 10:9
2 ক্রস রেফারেন্স  

যে খাত খনন করে, সে তাহার মধ্যে পড়িবে; ও যে ব্যক্তি বেড়া ভাঙ্গিয়া ফেলে, সর্পে তাহাকে কামড়াইবে।


লৌহ ভোঁতা হইলে ও তাহাতে ধার না দিলে তাহা চালাইতে অধিক বল লাগে, কিন্তু প্রজ্ঞাই কৃতকার্য হইবার উপযুক্ত উপায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন