উপ 10:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখিয়াছি, তাহা শাসনকর্তা হইতে উৎপন্ন ভ্রমের ন্যায় দেখায়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমি সূর্যের নিচে একটি মন্দ বিষয় দেখেছি, তা শাসনকর্তা থেকে উৎপন্ন ভুলের মত দেখায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আমি সূর্যের নিচে এক মন্দ বিষয় দেখেছি, শাসনকর্তারা এইরকম ভুল করে থাকে অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এ জগতে আমি একটা অন্যায় ঘটতে দেখেছি শাসকদের ভুলেই এই অন্যায় ঘটে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমি সূর্য্যের নীচে এক মন্দ বিষয় দেখিয়াছি, তাহা শাসনকর্ত্তার সম্মুখে উৎপন্ন ভ্রমের ন্যায় দেখায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমি সূর্যের নীচে আরো কিছু খারাপ জিনিস লক্ষ্য করেছি। এগুলো সেই ধরণের ভুল যা শাসকরা সাধারণতঃ করে থাকে। অধ্যায় দেখুন |