উপ 10:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 অজ্ঞান লোক অনেক কথা কহে; কিন্তু কি হইবে, তাহা মনুষ্য জানে না; এবং তাহার পরে কি হইবে, তাহা তাহাকে কে জানাইতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 অজ্ঞান লোক অনেক কথা বলে; কিন্তু কি হবে, তা মানুষ জানে না; এবং তারপর কি হবে, তা তাকে কে জানাতে পারে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 এবং বুদ্ধিহীনেরা অনেক কথা বলে। ভবিষ্যতে কী হবে কেউ জানে না— তারপর কী হবে তা তাদের কে জানাতে পারে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 নির্বোধ সর্বজ্ঞের মত কথা বলে চলে, কিন্তু জানে না এর পরে কি ঘটতে চলেছে, মৃত্যুর পরেই বা কি ঘটবে, কে বোঝাবে তাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 অজ্ঞান লোক অনেক কথা কহে; কিন্তু কি হইবে, তাহা মনুষ্য জানে না; এবং তাহার পরে কি হইবে, তাহা তাহাকে কে জানাইতে পারে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 একজন মূর্খ, সে কি করবে সে ব্যাপারে বহু কথা বলে। কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউই জানে না। অধ্যায় দেখুন |