উপ 1:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যথার বৃদ্ধি করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কেননা প্রজ্ঞা বাড়লে মনস্তাপ বাড়ে এবং যে বিদ্যা বৃদ্ধি করে, সে ব্যথারও বৃদ্ধি করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়; যত বেশি বিদ্যা, তত বেশি বিষাদ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 জ্ঞানের বাহুল্যে দুঃখ বাড়ে প্রজ্ঞার আধিক্য আনে উদ্বেগের বিষম জ্বালা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যাথার বৃদ্ধি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 জ্ঞানের সঙ্গে আসে হতাশা। যে মানুষ যত বেশী জ্ঞান লাভ করে সে তত বেশী দুঃখ পায়। অধ্যায় দেখুন |