ইয়োব 9:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তিনি আমার উপর হইতে আপনার দণ্ড দূর করুন, তাঁহার ভীষণতা আমাকে ব্যাকুল না করুক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তিনি আমার উপর থেকে তাঁর দণ্ড দূর করুন, তাঁর ভীষণতা আমাকে ব্যাকুল না করুক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যদি আমার কাছ থেকে ঈশ্বরের লাঠি দূর করার মতো কেউ থাকত, যেন তাঁর আতঙ্ক আমাকে আর আতঙ্কিত করতে না পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 হে ঈশ্বর আমার উপর থেকে অপসারণ কর তোমার দণ্ড, দূর কর তোমার সন্ত্রাস! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তিনি আমার উপর হইতে আপনার দণ্ড দূর করুন, তাঁহার ভীষণতা আমাকে ব্যাকুল না করুক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 আমি মনে করি, ঈশ্বরের শাস্তিদানের দণ্ড কেড়ে নেওয়ার জন্য যদি কেউ থাকতো! তাহলে ঈশ্বর আমায় আর ভয় দেখাতে পারতেন না। অধ্যায় দেখুন |