Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 আমার দিন সকল ডাক অপেক্ষাও দ্রুতগামী; সেই সকল উড়িয়া যায়, মঙ্গলের দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আমার সমস্ত দিন ডাক পিয়নের চেয়েও দ্রুতগামী; সেসব উড়ে যায়, মঙ্গলের দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 “আমার দিনগুলি একজন ডাকহরকরার চেয়েও দ্রুতগামী; সেগুলি আনন্দের কোনও আভাস ছাড়াই উড়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 আমার দিনগুলি ডাকহরকরার চেয়ে দ্রুতগামী, সেগুলি যেন পালিয়ে যায় কোন একটি দিনও মঙ্গল বয়ে আনে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আমার দিন সকল ডাক অপেক্ষাও দ্রুতগামী; সে সকল উড়িয়া যায়, মঙ্গলের দর্শন পায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 “আমার দিন একজন দৌড়বাজের থেকেও দ্রুত চলে যাচ্ছে। আমার দিনগুলি উড়ে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে কোন আনন্দ নেই।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:25
10 ক্রস রেফারেন্স  

তোমরা ত কল্যকার তত্ত্ব জান না; তোমাদের জীবন কি প্রকার? তোমরা ত বাষপস্বরূপ, যাহা ক্ষণেক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়।


স্মরণ কর, আমি কেমন ক্ষণিক; তুমি মনুষ্যসন্তান সকলকে কেমন অলীকতার নিমিত্ত সৃষ্টি করিয়াছ!


তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভর্ৎসনা দ্বারা শাসন কর, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য বিলীন করিয়া থাক; সত্য, প্রত্যেক মনুষ্য অসারমাত্র। [সেলা]


দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। [সেলা]


পরে দ্রুতগামী রাজকীয় অশ্বে ধাবকগণ রাজার আজ্ঞায় খুব ত্বরিত ও প্রবর্তিত হইয়া যাত্রা করিল, এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রদত্ত হইল।


পরে ধাবকগণ রাজার ও তাঁহার অধ্যক্ষদের হস্ত হইতে পত্র লইয়া ইস্রায়েলের ও যিহূদার সর্বত্র গমন করিয়া রাজাজ্ঞানুসারে এই কথা কহিল, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা অব্রাহামের, ইস্‌হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির; তাহাতে তোমাদের যে অবশিষ্ট লোকেরা অশূর-রাজগণের হস্ত হইতে রক্ষা পাইয়াছে, তাহাদের প্রতি তিনি ফিরিবেন।


অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।


মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন