Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

23 কশা যদি হঠাৎ [মনুষ্যকে] মারিয়া ফেলে, তিনি নির্দোষের পরীক্ষায় হাস্য করিবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কশা যদি হঠাৎ মানুষকে মেরে ফেলে, তিনি নির্দোষের পরীক্ষার সময় হাসবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 এক কশা যখন আকস্মিক মৃত্যু ডেকে আনে, তিনি তখন নির্দোষের হতাশা দেখে বিদ্রুপ করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 সহসা কোন বিপত্তিতে নির্দোষের মৃত্যু হলে ঈশ্বর হাসেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কশা যদি হঠাৎ [মনুষ্যকে] মারিয়া ফেলে, তিনি নির্দ্দোষের পরীক্ষার হাস্য করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 যখন ভয়ঙ্কর কিছু একটা ঘটে এবং একজন নির্দোষ লোক মারা যায়, ঈশ্বর কি তার প্রতি বিদ্রূপের হাসি হাসেন?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:23
12 ক্রস রেফারেন্স  

কারণ পরীক্ষা করা গিয়াছে; সেই তুচ্ছ রাজদণ্ড যদি আর না থাকে, তাহাতে কি? ইহা প্রভু সদাপ্রভু বলেন।


হাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইতেছি।


লোকাকীর্ণ নগরমধ্যে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চিৎকার করে, তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না।


দেখ, ঈশ্বর সিদ্ধকে নিগ্রহ করেন না, আর তিনি দুরাচারদের হস্ত ধরিয়া রাখেন না।


মনে করিয়া দেখ, কে নির্দোষ হইয়া বিনষ্ট হইয়াছে? কোথায় সরলাচারিগণ উচ্ছিন্ন হইয়াছে?


পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়োবের আপাদমস্তকে আঘাত করিয়া দুষ্ট স্ফোটক জন্মাইল।


আপনার দাসী কহিল, আমার প্রভু মহারাজের বাক্য শান্তিকর হউক, কেননা ভাল-মন্দ বিবেচনা করিতে আমার প্রভু মহারাজ ঈশ্বরের দূতের তুল্য; আর আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার সহবর্তী থাকুন।


এখন আমি যে আপন প্রভু মহারাজের কাছে নিবেদন করিতে আসিলাম, তাহার কারণ এই; লোকেরা আমার ভয় জন্মাইয়াছিল; তাই আপনার দাসী কহিল, আমি মহারাজের কাছে নিবেদন করিব; হইতে পারে, মহারাজ আপন দাসীর নিবেদনানুসারে কার্য করিবেন।


তখন অব্রাহাম উবুড় হইয়া পড়িয়া হাসিলেন, মনে মনে কহিলেন, শতবর্ষবয়স্ক পুরুষের কি সন্তান হইবে? আর নব্বই বৎসর বয়স্কা সারা কি প্রসব করিবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন