ইয়োব 9:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 সকলই ত সমান, তাই আমি বলি, তিনি সিদ্ধ ও দুর্জন উভয়কে সংহার করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 সকলই তো সমান, তাই আমি বলি, তিনি সিদ্ধ ও দুর্জন উভয়কে সংহার করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 এসবই সমান; তাই আমি বলি, ‘অনিন্দনীয় ও দুষ্ট উভয়কেই তিনি ধ্বংস করেন।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমার কাছে এখন সবই সমান, তাই বলি: দোষী হোক বা নির্দোষ হোক সবাইকে তিনি সংহার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 সকলই ত সমান, তাই আমি বলি, তিনি সিদ্ধ ও দুর্জ্জন উভয়কে সংহার করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আমি নিজেকে বলি, ‘একই ঘটনা সবার ক্ষেত্রেই ঘটে। নির্দোষ লোক অপরাধীর মতোই মারা যায়। ঈশ্বর তাদের সবার জীবন শেষ করে দেন।’ অধ্যায় দেখুন |