Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

20 যদিও আমি ধার্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 যদিও আমি ধার্মিক হই, আমার কথাই আমাকে দোষী করবে; যদিও আমি সিদ্ধ হই, তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 আমি যদি নির্দোষও হতাম, তাও আমার মুখই আমাকে দোষারোপ করত। আমি যদি অনিন্দনীয় হতাম, তাও তা আমায় দোষী সাব্যস্ত করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 আমি নির্দোষ ও বিশ্বস্ত। কিন্তু তবুও আমার মুখের কথাগুলি দোষীর কথার মত শোনায়। যা-ই আমি বলি না কেন তাতেও আমি অপরাধী সাব্যস্ত হব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 যদিও আমি ধার্ম্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমি নিরপরাধ, কিন্তু আমার নিজের কথাই আমাকে অপরাধী করে তোলে। আমি নির্দোষ, কিন্তু তিনি আমায় তাঁর বিচারে অপরাধী করবেন। তাঁর বিচারে আমি অপরাধী হব।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:20
24 ক্রস রেফারেন্স  

ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কহিতেছেন, তাহার কথা বুদ্ধি বিবর্জিত।


কারণ আমরা সকলে অনেক প্রকারে উছোট খাই। যদি কেহ বাক্যে উছোট না খায়, তবে সে সিদ্ধপুরুষ, সমস্ত শরীরকেই বল্‌গা দ্বারা বশে রাখিতে সমর্থ।


এই সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ, এবং নষ্টবিবেক ও হীনসত্য লোকদের চিরবিসংবাদ; এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে।


তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই ত মনুষ্যদের সাক্ষাতে আপনাদিগকে ধার্মিক দেখাইয়া থাক, কিন্তু ঈশ্বর তোমাদের অন্তঃকরণ জানেন; কেননা মনুষ্যদের মধ্যে যাহা উচ্চ, তাহা ঈশ্বরের সাক্ষাতে ঘৃণিত।


কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছায় যীশুকে বলিল, ভাল, আমার প্রতিবাসী কে?


তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি-ওষ্ঠাধর মনুষ্য এবং অশুচি-ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি; আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে, দেখিতে পাইয়াছে।


যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়।


বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।


তোমার দাসকে বিচারে আনিও না, তোমার সাক্ষাতে ত কোন প্রাণী ধার্মিক নয়।


হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর, তবে, হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে?


তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন।


আমি নিশ্চয় জানি, তাহাই বটে; ঈশ্বরের কাছে মর্ত্য কি প্রকারে ধার্মিক হইতে পারে?


“ঈশ্বর অপেক্ষা মর্ত্য কি ধার্মিক হইতে পারে? নিজ নির্মাতা অপেক্ষা মনুষ্য কি শুচি হইতে পারে?


ঊষ দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন; তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বরভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন।


ধার্মিক হইলেও আমি উত্তর করিতে পারি না, আমার প্রতিবাদীর কাছে বিনতি করিতে হয়।


আমাকেই দোষী হইতে হইবে, তবে কেন বৃথা পরিশ্রম করিব?


তথাপি আমার সকল ব্যথায় আমি ভীত, আমি জানি, তুমি আমাকে নির্দোষ জ্ঞান করিবে না।


আমি যদি দুষ্ট হই, আমার সন্তাপ হইবে; যদি ধার্মিক হই, মস্তক তুলিতে পারিব না, আমি অবমাননায় পরিপূর্ণ হইয়াছি, আর আপনার দুঃখ দেখিতেছি।


আমার অধর্ম থলিতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন