ইয়োব 9:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 যদিও আমি ধার্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 যদিও আমি ধার্মিক হই, আমার কথাই আমাকে দোষী করবে; যদিও আমি সিদ্ধ হই, তা-ই আমার কুটিলতার প্রমাণ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আমি যদি নির্দোষও হতাম, তাও আমার মুখই আমাকে দোষারোপ করত। আমি যদি অনিন্দনীয় হতাম, তাও তা আমায় দোষী সাব্যস্ত করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমি নির্দোষ ও বিশ্বস্ত। কিন্তু তবুও আমার মুখের কথাগুলি দোষীর কথার মত শোনায়। যা-ই আমি বলি না কেন তাতেও আমি অপরাধী সাব্যস্ত হব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 যদিও আমি ধার্ম্মিক হই, আমার মুখই আমাকে দোষী করিবে; যদিও আমি সিদ্ধ হই, তাহাই আমার কুটিলতার প্রমাণ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আমি নিরপরাধ, কিন্তু আমার নিজের কথাই আমাকে অপরাধী করে তোলে। আমি নির্দোষ, কিন্তু তিনি আমায় তাঁর বিচারে অপরাধী করবেন। তাঁর বিচারে আমি অপরাধী হব। অধ্যায় দেখুন |