Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 9:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 বিক্রমীর বলের কথা হইলে, দেখ, তিনি বিক্রমী, বিচারের কথা হইলে, কে আমার জন্য সময় নিরূপণ করিবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 যদি শক্তির প্রতিযোগিতা হয়, দেখ, তিনি শক্তিশালী, বিচারের কথা হলে, কে তাকে ডাকবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 এটি যদি শক্তির বিষয় হয়, তবে তিনি শক্তিমান! ও এটি যদি বিচার্য বিষয় হয়, তবে কে তাঁর বিরুদ্ধ আপত্তি তুলবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আমি কি বলপ্রয়োগ করব? ঈশ্বরের উপরে বল প্রয়োগ? আমি কি তাঁরে বিচারালয়ে নিয়ে যাব? কেউ কি কখনও তাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 বিক্রমীর বলের কথা হইলে, দেখ, তিনি বিক্রমী, বিচারের কথা হইলে, কে আমার জন্য সময় নিরূপণ করিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এটা যদি শক্তির ব্যাপার হয়, নিশ্চয়ই তিনি অনেক বেশী শক্তিশালী। এটা যদি সুবিচারের ব্যাপার হয়, ঈশ্বরকে কে আদালতে আসার জন্য বাধ্য করতে পারে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 9:19
11 ক্রস রেফারেন্স  

কেননা ঈশ্বরের যে মূর্খতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল।


তিনি চিত্তে জ্ঞানবান ও বলে পরাক্রান্ত; তাঁহার প্রতিরোধ করিয়া কে পার পাইয়াছে?


অথবা আমরা কি প্রভুর অন্তর্জ্বালা জন্মাইতেছি? তাঁহা হইতে কি আমরা বলবান?


আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর।


ঈশ্বর একবার বলিয়াছেন, দুই বার আমি এই কথা শুনিয়াছি; পরাক্রম ঈশ্বরেরই।


হায় হায়! কেহ কি আমার কথা শুনে না? এই দেখ, আমার স্বাক্ষর; সর্বশক্তিমান আমাকে উত্তর দিউন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।


আর, হে প্রভু, দয়া তোমার, কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন