ইয়োব 9:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তিনি আমাকে শ্বাস টানিতে দেন না, বরং তিক্ততায় পরিপূর্ণ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তিনি আমাকে শ্বাস টানতে দেন না, বরং তিক্ততায় পরিপূর্ণ করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তিনি আমাকে দম নেওয়ার সুযোগ দেবেন না কিন্তু দুর্দশা দিয়ে আমাকে আচ্ছন্ন করে তুলবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমাকে শ্বাস ফেলারও সময় দেন না, বরং তিক্ততায় ভরে দেন আমার জীবন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তিনি আমাকে শ্বাস টানিতে দেন না, বরং তিক্ততায় পরিপূর্ণ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ঈশ্বর পুনর্বার আমায় নিঃশ্বাস নিতে দেবেন না। তার বদলে তিনি আমায় ভয়ঙ্কর কষ্টে ভরিয়ে দেবেন। অধ্যায় দেখুন |