ইয়োব 9:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 ঈশ্বর আপন ক্রোধ সম্বরণ করিবেন না, গর্বীর সহায়গণ তাঁহার পদতলে নত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আল্লাহ্ নিজের ক্রোধ সম্বরণ করবেন না, রাহবের সহায়রা তাঁর পদতলে নত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ঈশ্বর তাঁর ক্রোধ নিয়ন্ত্রণে রাখেন না; রহবের বাহিনীও তাঁর পদতলে ভয়ে জড়সড় হয়ে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ঈশ্বর তাঁর ক্রোধ সংবরণ করবেন না, রাহাবের সাথীরা হয়েছে তাঁর পদানত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ঈশ্বর আপন ক্রোধ সম্বরণ করিবেন না, গর্ব্বীর সহায়গণ তাঁহার পদতলে নত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঈশ্বর তাঁর রাগ দমন করবেন না। এমন কি রাহাবের অনুচররাও ঈশ্বরের সামনে নত হয়! অধ্যায় দেখুন |