Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 7:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তুমি কত কাল আমার উপর থেকে তোমার দৃষ্টি ফেরাবে না? মুহূর্তের জন্যেও কি আমাকে ছাড়বে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তুমি কি কখনও আমার দিক থেকে তোমার দৃষ্টি ফেরাবে না, বা ক্ষণিকের জন্যও কি আমায় একা থাকতে দেবে না?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তুমি আমার উপর থেকে তোমার দৃষ্টি সরিয়ে নেবে না? নিঃশ্বাস ফেলারও সময় কি দেবে না আমায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ঈশ্বর, আপনি কি আমার উপর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না? আপনি কি এক পলকের জন্যও আমাকে একা ছাড়বেন না?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 7:19
8 ক্রস রেফারেন্স  

তিনি আমাকে শ্বাস টানিতে দেন না, বরং তিক্ততায় পরিপূর্ণ করেন।


অন্যত্র দৃষ্টিপাত কর, সে বিরাম প্রাপ্ত হউক, বেতনজীবীর ন্যায় আপন দিন ভোগ করুক।


তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী-নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে?


দুষ্টগণ কত কাল, হে সদাপ্রভু, দুষ্টগণ কত কাল উল্লাস করিবে?


আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি, হে সদাপ্রভু, আর কত কাল?


আমার দিন কি অল্প নয়? অতএব ক্ষান্ত হও, আমাকে ছাড়, ক্ষণকাল সান্ত্বনা লাভ করি,


আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন