ইয়োব 6:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 বনগর্দভ ঘাস পাইলে কি চিৎকার করে? গরু জাব পাইলে কি রব করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 বন্য গাধা ঘাস পেলে কি চিৎকার করে? গরু জাব পেলে কি ডাকা-ডাকি করে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 বুনো গাধা ঘাস পেয়ে কি ডাক ছাড়ে? বা বলদ জাব পেয়ে কি গর্জন করে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 গর্দভ কি ঘাস খেতে পেলে চীৎকার করে? বলদের সামনে খড় থাকলে সে কি হাম্বারব করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 বনগর্দ্দভ ঘাস পাইলে কি চীৎকার করে? গোরু জাব পাইলে কি রব করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যখন কোন রকম মন্দ কিছু না ঘটে তখন তোমার কথাগুলো বলা সহজ। এমনকি বুনো গাধা যখন খাওয়ার ঘাস পায়, সে কোন অভিযোগ করে না। এমনকি, যখন খাদ্য থাকে, তখন কোন গরুও অভিযোগ করে না। অধ্যায় দেখুন |