Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি বিপাকের স্বাদ বুঝে না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি ভাল-মন্দের স্বাদ বোঝে না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 আমার ঠোঁটে কি কোনও দুষ্টতা আছে? আমার মুখ কি বিদ্বেষ ঠাহর করতে পারে না?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কিন্তু তোমরা কি ভাবছ আমি মিথ্যা কথা বলছি? হারিয়ে ফেলেছি ভালমন্দের বিচার করার ক্ষমতা?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি বিপাকের স্বাদ বুঝে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আমি মিথ্যা বলছি না। আমি কি পচা জিনিসের স্বাদ বুঝি না?”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:30
8 ক্রস রেফারেন্স  

রসনা যেমন খাদ্যের আস্বাদ লয়, তেমনি কর্ণ কি কথার পরীক্ষা করে না?


যাহার স্বাদ নাই, তাহা কি লবণ বিনা ভোজন করা যায়? ডিম্বের লালার কি কিছু আস্বাদ আছে?


কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সদসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে।


কেননা রসনা যেমন ভক্ষ্যের স্বাদ লয়, তদ্রূপ কর্ণ কথার পরীক্ষা করে।


তিনি চিনিতে পারিয়া কহিলেন, এই ত আমার পুত্রেরই বস্ত্র; কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে, যোষেফের দেহ অবশ্য খণ্ড খণ্ড হইয়াছে।


তুমি [ঈশ্বরকে] কহিতেছ, ‘আমার বাক্য শুদ্ধ, আমি তোমার দৃষ্টিতে শুচি।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন