ইয়োব 6:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 আমি কি বলিয়াছিলাম, আমাকে কিছু দেও, তোমাদের সঙ্গতি হইতে আমার জন্য ভেট দেও, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও, তোমাদের সঙ্গতি থেকে আমার জন্য উপহার দাও, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 আমি কি কখনও বলেছি, ‘আমাকে কিছু দাও, তোমাদের ধনসম্পত্তি থেকে আমার জন্য এক মুক্তিপণ দাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমি কি তোমাদের কাছে কোন উপহার চেয়েছি? কিম্বা আমার হয়ে কাউকে ঘুষ দিতে বলেছি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আমি কি বলিয়াছিলাম, আমাকে কিছু দেও, তোমাদের সঙ্গতি হইতে আমার জন্য ভেট দেও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আমি কি তোমার সাহায্য চেয়েছি? না চাই নি! কিন্তু তুমি সহজেই তোমার উপদেশ দিলে! অধ্যায় দেখুন |
আমি এই স্থানে আছি; তোমরা সদাপ্রভুর সাক্ষাতে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়া বল দেখি, আমি কাহার গরু লইয়াছি? কাহার গর্দভ লইয়াছি? কাহার প্রতি দৌরাত্ম্য করিয়াছি? কাহার উপরেই বা উৎপীড়ন করিয়াছি? কিম্বা আপন চক্ষু অন্ধ করিবার জন্য কাহার হস্ত হইতে উৎকোচ গ্রহণ করিয়াছি? আমি তোমাদিগকে তাহা ফিরাইয়া দিব।