Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 আমার বল কি যে, প্রতীক্ষা করিতে পারি? আমার পরিণাম কি যে, সহিষ্ণু হইতে পারি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমার শক্তি কি যে, প্রতীক্ষা করতে পারি, আমার পরিণাম কি যে, সহিষ্ণু হতে পারি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 “আমার কী শক্তি আছে, যে এখনও আমি আশা রাখব? কী সম্ভাবনা আছে, যে আমি ধৈর্যশীল থাকব?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 বেঁচে থাকার মত জীবনীশক্তি আমার কতখানি আছে? কিসের আশায়ই বা আমি জীবনধারণ করব?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমার বল কি যে, প্রতীক্ষা করিতে পারি, আমার পরিণাম কি যে, সহিষ্ণু হইতে পারি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 “আমার সব শক্তি চলে গেছে, তাই আমার বেঁচে থাকার কোন আশা নেই। আমি জানি না আমার কি হবে, তাই আমার ধৈর্য্য ধরার কোন কারণ নেই।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:11
15 ক্রস রেফারেন্স  

তিনি পথের মধ্যে আমার বল নত করিয়াছেন, তিনি আমার আয়ু সংক্ষেপ করিয়াছেন।


দেখ, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ, আমার জীবনকাল তোমার দৃষ্টিতে অবস্তুবৎ; সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরীকৃত হইলেও নিতান্ত অসার। [সেলা]


আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত।


আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য হইবে না কেন?


আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।


তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?


আমার দিন কি অল্প নয়? অতএব ক্ষান্ত হও, আমাকে ছাড়, ক্ষণকাল সান্ত্বনা লাভ করি,


আমার বল কি প্রস্তরের বল? আমার মাংস কি পিত্তলের?


তুমি বলহীনের কেমন সাহায্য করিলে! দুর্বল বাহুকে কেমন নিস্তার করিলে!


সদাপ্রভু, আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি, জানাও, আমি জানিতে চাহি, আমি কেমন ক্ষণিক।


যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন