Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 5:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

27 দেখ, আমরা অনুসন্ধান করিয়াছি, ইহা নিশ্চিত; তুমি ইহা শুন, আপনার জন্য জানিয়া রাখ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 দেখ, আমরা অনুসন্ধান করেছি; এটা নিশ্চিত। তুমি এই কথা শুন, নিজের জন্য জেনে রাখ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 “আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি। তাই একথা শোনো ও নিজের জীবনে প্রয়োগ করো।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 দেখ, দীর্ঘকালের অভিজ্ঞতা থেকে আমরা এই সত্য জেনেছি, নিজের মঙ্গলের জন্য মেনে নাও এই সত্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 দেখ, আমরা অনুসন্ধান করিয়াছি; ইহা নিশ্চিত; তুমি ইহা শুন, আপনার জন্য জানিয়া রাখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 “ইয়োব, এই বিষয়গুলো আমরা অনুধাবন করেছি এবং আমরা জানি সেগুলি সত্যি। তাই ইয়োব, আমাদের কথা শোন, এবং তোমার নিজের জন্য সেগুলো শেখো।”

অধ্যায় দেখুন কপি




ইয়োব 5:27
13 ক্রস রেফারেন্স  

সদাপ্রভুর কর্ম সকল মহৎ; তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে।


তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হইবে, যদি নিন্দা কর, একাই তাহা বহন করিবে।


অদ্য আমি তোমার মঙ্গলার্থে সদাপ্রভুর যে যে আজ্ঞা ও বিধি তোমাকে দিতেছি, সেই সকল যেন পালন কর।


মনুষ্য কি ঈশ্বরের উপকারী হইতে পারে? বরং বিবেচক আপনারাই উপকারী হয়।


আমি তোমাকে বলি, আমার কথা শুন, আমি যাহা দেখিয়াছি তাহা প্রচার করিব।


অবশ্য তোমরাই লোক! প্রজ্ঞা তোমাদের সহিত মরিয়া যাইবে!


যেমন যথাসময়ে শস্যের আটি তুলিয়া লওয়া যায়, তদ্রূপ তুমি সম্পূর্ণায়ু হইয়া কবরপ্রাপ্ত হইবে।


পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন,


দেখ, এ সকল আমি স্বচক্ষে দেখিয়াছি, এই সকল স্বকর্ণে শুনিয়া বুঝিয়াছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন