ইয়োব 5:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তাহারা দিবসে অন্ধকারে ভ্রমণ করে, মধ্যাহ্নে রাত্রিকালের ন্যায় হাঁতড়াইয়া বেড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তারা দিনের বেলায় যেন অন্ধকারে ভ্রমণ করে, মধ্যাহ্নে রাতের বেলার মত হাত্ড়ে বেড়ায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে, মধ্যাহ্নে তারা রাতের মতো হাতড়ে বেড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দিনের বেলায় তারা চোখে অন্ধকার দেখে, মধ্যাহ্নেও তারা রাতের মতই অন্ধকারে হাতড়ে বেড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহারা দিবসে অন্ধকারে ভ্রমণ করে, মধ্যাহ্নে রাত্রিকালের ন্যায় হাঁতড়িয়া বেড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ওরা দিনের বেলায় রাতের সম্মুখীন হয় এবং দিনের বেলাতেই এমন করে হাতড়ে বেড়ায়, যেন রাত হয়ে গেছে। অধ্যায় দেখুন |