ইয়োব 5:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তিনি জ্ঞানীদেরকে তাদের ধূর্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা শীঘ্র বিফল হয়ে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন, আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 চতুর ব্যক্তিদের তিনি তাদের চাতুরীতেই জব্দ করেন, ফন্দীবাজদের ফন্দী অচিরেই হয় ব্যর্থ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তিনি জ্ঞানীদিগকে তাহাদের ধূর্ত্ততায় ধরেন, কুটিলমনাদের মন্ত্রণা আশু বিফল হইয়া পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ঈশ্বর, চালাক লোকদেরও তাদের নিজেদের ফাঁদেই ধরেন। তাই, সেই সব চালাকিও সফল হয় না। অধ্যায় দেখুন |