ইয়োব 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তিনি নীচ লোকদিগকে উচ্চ করেন, শোকার্তেরা ত্রাণ দ্বারা উন্নত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তিনি নিচু অবস্থার লোকদেরকে উঁচু করেন, যারা শোকার্ত তাদের তিনি নিরাপদে রাখেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সহজসরল লোককে তিনি উন্নত করেন, আর শোকার্তদের নিরাপত্তা দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 দীনহীনদের তিনিই উন্নত করেন, শোকার্তদের দেন সান্ত্বনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তিনি নীচ লোকদিগকে উচ্চ করেন, শোকার্ত্তেরা ত্রাণ দ্বারা উন্নত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঈশ্বর একজন বিনয়ী লোককে উন্নীত করেন। অতএব যারা বিলাপরত তারা বিজয়প্রাপ্ত হয়। অধ্যায় দেখুন |