ইয়োব 42:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 বিনয় করি, নিবেদন শুন, আমি কিছু বলি; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আরজ করি, নিবেদন শোন, আমি কিছু বলি; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “তুমি বললে, ‘এখন শোনো, আমি কথা বলব; আমি তোমাকে প্রশ্ন করব, ও তুমি আমাকে উত্তর দেবে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তুমি বলেছিলে ‘শোন, আমি তোমাকে যা প্রশ্ন করি, তার উত্তর দাও।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বিনয় করি, নিবেদন শুন, আমি কিছু বলি; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “প্রভু, আপনি আমায় বলেছেন, ‘শোন ইয়োব, এখন আমি বলবো। আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং তুমি আমাকে তার উত্তর দেবে।’ অধ্যায় দেখুন |