Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 42:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 পরে আইউব মাবুদকে জবাবে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ইয়োব তখন প্রভু পরমেশ্বরকে বললেনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তখন ইয়োব প্রভুকে উত্তর দিলেন। ইয়োব বললেন,

অধ্যায় দেখুন কপি




ইয়োব 42:1
7 ক্রস রেফারেন্স  

তোমরা ফিরিয়া যাও, অন্যায় না হউক; আমি বলি, ফিরিয়া যাও, আমার পক্ষ ন্যায্য।


সে যাবতীয় উচ্চবস্তু সন্দর্শন করে, যাবতীয় গর্বিত সন্তানের উপরে রাজা হয়।


আমি জানি, তুমি সকলই করিতে পার; কোন সঙ্কল্প সাধন তোমার অসাধ্য নয়।


ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।


তখন ইয়োব উত্তর করিয়া সদাপ্রভুকে কহিলেন,


অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন