ইয়োব 41:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 সে গদাকে তৃণতুল্য জ্ঞান করে, বর্শার ধ্বনিতে হাস্য করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 সে গদাকে এক টুকরা খড়ের মতই মনে করে, বর্শার শব্দে সে হাসে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 গদা তার কাছে নিছক এক টুকরো খড়মাত্র; বর্শার ঝন্ঝনানিকে সে উপহাস করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 গদা তার কাছে তৃণতুল্য, অস্ত্রের ঝণৎকারকে সে উপহাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 সে গদাকে তৃণতুল্য জ্ঞান করে, বড়শার ধ্বনিতে হাস্য করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 যদি মুগুর দিয়ে লিবিয়াথনকে আঘাত করা হয়, তা যেন খড়ের টুকরোর মতো তার গায়ে লাগে। লোকে যখন তার দিকে বল্লম ছোঁড়ে তখন সে হাসে। অধ্যায় দেখুন |