ইয়োব 41:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 সে লৌহকে নাড়ার ন্যায়, পিত্তলকে পচা কাষ্ঠের ন্যায় জ্ঞান করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 সে লোহাকে নাড়ার মত, পিত্তলকে পচা কাঠের মত জ্ঞান করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সে লোহাকে খড়ের মতো ও ব্রোঞ্জকে পচা কাঠের মতো মনে করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 সে লোহাকে খড়ের মত, পেতলকে পচা কাঠের মত মনে করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 সে লৌহকে নাড়ার ন্যায়, পিত্তলকে পচা কাষ্ঠের ন্যায় জ্ঞান করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 লোহাকে লিবিয়াথন খড়কুটোর মত গুঁড়িয়ে দিতে পারে। পচা কাঠের মত সে কাঁসাকে ভেঙে দেয়। অধ্যায় দেখুন |