Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 খড়্‌গে তাহাকে আক্রমণ করিলে কিছু হইবে না, বর্শা, বাণ ও সাঁজোয়া বিফল হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 তলোয়ার দিয়ে তাকে আক্রমণ করলে কিছু হবে না, বর্শা, তীর ও বল্লম বিফল হয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 তার দিকে এগিয়ে আসা তরোয়াল কোনও প্রভাব বিস্তার করতে পারে না, বর্শা বা বাণ বা বল্লমও করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তরবারির আঘাতে তার কিছু হয় না, বর্শা, তীর, সড়কি তাকে বিদ্ধ করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 খড়্‌গে তাহাকে আক্রমণ করিলে কিছু হইবে না, বড়শা, বাণ ও সাঁজোয়া বিফল হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 তরবারি, বল্লম বা বর্শা যা দিয়েই লিবিয়াথনকে আঘাত করা হোক্ না কেন তা প্রতিহত হয়ে ফিরে আসে। ওই সব অস্ত্র তাকে একদম আঘাত করতে পারে না।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:26
4 ক্রস রেফারেন্স  

সে উঠিলে বলবানেরাও উদ্বিগ্ন হয়, ত্রাসপ্রযুক্ত হতবুদ্ধি হইয়া পড়ে।


সে লৌহকে নাড়ার ন্যায়, পিত্তলকে পচা কাষ্ঠের ন্যায় জ্ঞান করে।


তাহার মধ্যস্থলে শিরঃ প্রবেশার্থে একটি ছিদ্র থাকিবে; বর্মের গলার ন্যায় সেই ছিদ্রের চারিদিকে তন্তুবায়ের কৃত ধারি থাকিবে, তাহাতে তাহা ছিঁড়িবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন