ইয়োব 41:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 খড়্গে তাহাকে আক্রমণ করিলে কিছু হইবে না, বর্শা, বাণ ও সাঁজোয়া বিফল হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তলোয়ার দিয়ে তাকে আক্রমণ করলে কিছু হবে না, বর্শা, তীর ও বল্লম বিফল হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তার দিকে এগিয়ে আসা তরোয়াল কোনও প্রভাব বিস্তার করতে পারে না, বর্শা বা বাণ বা বল্লমও করতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তরবারির আঘাতে তার কিছু হয় না, বর্শা, তীর, সড়কি তাকে বিদ্ধ করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 খড়্গে তাহাকে আক্রমণ করিলে কিছু হইবে না, বড়শা, বাণ ও সাঁজোয়া বিফল হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 তরবারি, বল্লম বা বর্শা যা দিয়েই লিবিয়াথনকে আঘাত করা হোক্ না কেন তা প্রতিহত হয়ে ফিরে আসে। ওই সব অস্ত্র তাকে একদম আঘাত করতে পারে না। অধ্যায় দেখুন |