Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 41:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 তাহার গ্রীবায় বল অবস্থিতি করে, তাহার সম্মুখে ত্রাস নৃত্য করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 তার গ্রীবায় বল অবস্থিতি করে, তার সম্মুখে ত্রাস নৃত্য করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 তার ঘাড়ে শক্তির বাস; আতঙ্ক তার সামনে সামনে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তার গ্রীবাদেশ এত শক্তিশালী যে তার সম্মুখে গিয়ে সকলেই সন্ত্রস্ত হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 তাহার গ্রীবায় বল অবস্থিতি করে, তাহার সম্মুখে ত্রাস নৃত্য করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 লিবিয়াথনের গলা ভীষণ শক্তিশালী, লোকে তাকে ভয় পায় ও ছুটে পালিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 41:22
6 ক্রস রেফারেন্স  

পাতালের হস্ত হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব। হে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? হে পাতাল, তোমার সংহার কোথায়? অনুশোচনা আমার দৃষ্টি হইতে গুপ্ত থাকিবে।


দেখ, তাহার কটিদেশে তাহার বল, উদরস্থ পেশীতে তাহার সামর্থ।


তুমি কি অশ্বকে বিক্রম দিয়াছ? তাহার গ্রীবাদেশে কেশর দিয়াছ?


তাহার নিশ্বাসে অঙ্গার জ্বলিয়া উঠে, তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হয়।


তাহার মাংসের ভাঁজ পরস্পর সংযুক্ত; তাহা তাহার উপরে দৃঢ়ীভূত, সরিতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন