ইয়োব 41:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তাহার নাসারন্ধ্র হইতে ধূম নির্গত হয়, যেমন তপ্ত হুণ্ডিকা ও খাগড়ার ধূম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তার নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হয়, যেমন ফুটন্ত পাত্র ও নল-খাগড়ার ধোঁয়া। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তার নাক থেকে ধোঁয়া বের হয় যেভাবে ফুটন্ত পাত্র থেকে তা জ্বলন্ত নলখাগড়ায় ছড়িয়ে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তার নাসারন্ধ্র থেকে তপ্ত ভাণ্ডের নীচে জ্বলন্ত খড়ের ধোঁয়ার মত ধূম নির্গত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহার নাসারন্ধ্র হইতে ধূম নির্গত হয়, যেমন তপ্ত হণ্ডিকা ও খাগড়ার ধূম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 ফুটন্ত কেটলির তলা দিয়ে যেমন জ্বলন্ত ঘাসের ধোঁয়া বার হয়, লিবিয়াথনের নাক দিয়েও তেমনি ধোঁয়া বার হয়। অধ্যায় দেখুন |