Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 তখন ইয়োব উত্তর করিয়া সদাপ্রভুকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তখন আইউব জবাবে মাবুদকে বললেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3-4 ইয়োব তখন প্রভুকে বললেনঃ দেখ, আমি তুচ্ছ নগণ্য, আমি তোমাকে কি উত্তর দেব? আমি আর কোন কথা বলব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন ইয়োব উত্তর করিয়া সদাপ্রভুকে কহিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন ইয়োব প্রভুকে উত্তর দিয়ে বললেন:

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:3
8 ক্রস রেফারেন্স  

দোষগ্রাহী কি সর্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক।


দেখ, আমি আকিঞ্চন; তোমাকে কি উত্তর দিব? আমি নিজ মুখে হাত দিই।


ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।


কেহ কি ঈশ্বরকে বলিয়াছে, আমি [শাস্তি] পাইয়াছি, আর পাপ করিব না,


পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন,


এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধুলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি।


অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন