ইয়োব 40:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 দেখ, নদী উচ্চণ্ড হইলে সে ভয় করে না, যর্দন ছাপিয়া তাহার মুখে আসিয়া পড়িলেও সে সুস্থির থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 দেখ, নদী উত্তাল হলে সে ভয় করে না, জর্ডান ছাপিয়ে তার মুখে এসে পড়লেও সে সুস্থির থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 ফুলেফেঁপে ওঠা নদী তাকে ভয় দেখাতে পারে না; জর্ডন নদীর ঢেউ তার মুখের উপর আছড়ে পড়লেও সে সুরক্ষিত থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 দেখ, নদী উত্তাল হলেও সে ভয় পায় না জর্ডনের তরঙ্গমালা তার উপর আছড়ে পড়লেও সে অবিচল থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 দেখ, নদী উচ্চণ্ড হইলে সে ভয় করে না, যর্দ্দন ছাপিয়া তাহার মুখে আসিয়া পড়িলেও সে সুস্থির থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 নদীতে বন্যা এলেও বহেমোৎ পালিয়ে যায় না। যদি যর্দ্দন নদীর জলোচ্ছাস ওর মুখে ভেঙ্গে পড়ে, তবু বহেমোৎ তাতে ভয় পায় না। অধ্যায় দেখুন |