Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 সে শয়ন করে পদ্মবনে, নলবনের অন্তরালে, জলাভূমিতে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 সে শয়ন করে পদ্মবনে, নল-বনের অন্তরালে, জলাভূমিতে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 পদ্মবনের তলায় সে শুয়ে থাকে, জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 সে পদ্মবনে শয়ন করে, বিচরণ করে নলবনের আড়ালে, জলাভূমিতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 সে শয়ন করে পদ্মবনে, নলবনের অন্তরালে, জলাভূমিতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 সে পদ্ম বনের নীচে ঘুমিয়ে থাকে। জলাভূমির নলখাগড়ার ভিতর সে নিজেকে লুকিয়ে রাখে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:21
6 ক্রস রেফারেন্স  

আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে, ও শুষ্কভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে; শৃগালদের নিবাসে, সেইগুলি যেখানে শয়ন করিত, তথায় নল খাগড়ার বন হইবে।


দেখ, তিনি নদীকূলে দাঁড়াইয়া আছেন, আর দেখ, নদী হইতে সাতটা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিল, ও খাগড়া বনে চড়িতে লাগিল।


পর্বতগণ তাহার খাদ্য যোগায়; সমস্ত বন্য পশুও সেই স্থানে ক্রীড়া করে।


পদ্ম গাছ নিজ ছায়ায় তাহাকে আচ্ছন্ন করে, উপত্যকার বাইশি বৃক্ষ তাহার চারিদিকে থাকে।


তুমি নলবনের বন্যপশুকে ভর্ৎসনা কর, বৃষদের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদিগকে ভর্ৎসনা কর; তাহারা প্রত্যেকে রৌপ্যের থান লইয়া পদতলস্থ হউক; যে যে জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন