ইয়োব 40:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 দোষগ্রাহী কি সর্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “যে সর্বশক্তিমানের সঙ্গে তর্কবিতর্ক করে সে কি তাঁকে সংশোধন করবে? যে ঈশ্বরকে অভিযুক্ত করেছে সেই তাঁকে জবাব দিক!” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 দোষগ্রাহী কি সর্ব্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “ইয়োব, তুমি ঈশ্বর, সর্বশক্তিমানের সঙ্গে তর্ক করেছো। তুমি কি আমাকে সংশোধন করবে? যে ব্যক্তি ঈশ্বরের বিরুদ্ধে তর্ক করে সে তাঁর কাছে উত্তর দেবে!” অধ্যায় দেখুন |