Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 সে এরস বৃক্ষের ন্যায় লাঙ্গুল নাড়ে, তাহার উরুদ্বয়ের শিরা সকল জোড়া।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 সে এরস গাছের মত লেজ নাড়ে, তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তার লেজ দেবদারু গাছের মতো দোলে; তার ঊরুর পেশিতন্তু আঁটোসাঁটোভাবে সংলগ্ন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 তার লেজ এরস বৃক্ষের মত ঋজু, তার উরুর পেশীগুলি দৃঢ়সংঘবদ্ধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 সে এরস বৃক্ষের ন্যায় লাঙ্গুল নাড়ে, তাহার ঊরুদ্বয়ের শিরা সকল যোড়া।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 বহেমোতের লেজ এরস গাছের মতই শক্ত। ওর পায়ের পেশীগুলিও খুব শক্ত।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:17
5 ক্রস রেফারেন্স  

তাহার মাংসের ভাঁজ পরস্পর সংযুক্ত; তাহা তাহার উপরে দৃঢ়ীভূত, সরিতে পারে না।


তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের, ও যে নানাজাতীয় জঙ্গম প্রাণিবর্গে জল প্রাণিময় আছে, সেই সকলের, এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে, সেই সকল উত্তম।


দেখ, তাহার কটিদেশে তাহার বল, উদরস্থ পেশীতে তাহার সামর্থ।


তাহার অস্থি সকল পিত্তলময় নলের তুল্য, তাহার পঞ্জর লৌহের অর্গলবৎ;


তুমি আমাকে চর্ম ও মাংস পরিহিত করিয়াছ, অস্থি ও শিরা দিয়া আমাকে বুনিয়াছ;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন