ইয়োব 40:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্মাণ করিয়াছি; সে গরুর ন্যায় তৃণভোজী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি; সে গরুর মতই ঘাস খায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “বহেমোতের দিকে তাকাও, তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি ও বলদের মতো সেও তৃণভোজী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 বেহেমোৎকে দেখ, আমি তোমার মত, তাকেও সৃষ্টি করেছি। বৃষের মত সেও তৃণভোজী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্ম্মাণ করিয়াছি; সে গোরুর ন্যায় তৃণভোজী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “ইয়োব, বহেমোতের দিকে দেখ। আমি বহেমোৎ এবং তোমাকে সৃষ্টি করেছি। বহেমোৎ গরুর মত ঘাস খায়। অধ্যায় দেখুন |