Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্মাণ করিয়াছি; সে গরুর ন্যায় তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি; সে গরুর মতই ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 “বহেমোতের দিকে তাকাও, তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি ও বলদের মতো সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 বেহেমোৎকে দেখ, আমি তোমার মত, তাকেও সৃষ্টি করেছি। বৃষের মত সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্ম্মাণ করিয়াছি; সে গোরুর ন্যায় তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “ইয়োব, বহেমোতের দিকে দেখ। আমি বহেমোৎ এবং তোমাকে সৃষ্টি করেছি। বহেমোৎ গরুর মত ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:15
7 ক্রস রেফারেন্স  

তিনি পশুগণের জন্য তৃণ অঙ্কুরিত করেন; মনুষ্যের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন; এইরূপে ভূমি হইতে ভক্ষ্য উৎপন্ন করেন,


পর্বতগণ তাহার খাদ্য যোগায়; সমস্ত বন্য পশুও সেই স্থানে ক্রীড়া করে।


পর্বতশ্রেণী তাহার চরাণি-স্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে।


তখন আমিও তোমার এই প্রশংসা করিব, তোমার দক্ষিণ হস্ত তোমাকে তরাইতে পারে।


দেখ, তাহার কটিদেশে তাহার বল, উদরস্থ পেশীতে তাহার সামর্থ।


ঈশ্বরের কার্যের মধ্যে সে অগ্রগণ্য; তাহার নির্মাতা তাহাকে খড়্‌গ দিয়াছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন