ইয়োব 4:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তাহা দাঁড়াইয়া থাকিল, কিন্তু আমি তাহার আকৃতি নির্ণয় করিতে পারিলাম না; একটি মূর্তি আমার চক্ষুর্গোচর হইল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনিলাম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তা দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমি তার আকৃতি নির্ণয় করতে পারলাম না; একটি মূর্তি আমার দৃষ্টিগোচর হল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তা থেমে গেল, কিন্তু আমি বলতে পারিনি সেটি কী। আমার চোখের সামনে দাঁড়িয়েছিল এক অবয়ব, আর আমি মৃদু এক স্বর শুনলাম: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 আমি দেখলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে আমার সামনে, আমি বিস্ফারিত চোখে চেয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না কি সেই বস্তু। তারপর নীরবতার মাঝে আমি শুনতে পেলাম একটি কণ্ঠস্বর: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তাহা দাঁড়াইয়া থাকিল, কিন্তু আমি তাহার আকৃতি নির্ণয় করিতে পারিলাম না; একটী মূর্ত্তি আমার চক্ষুর্গোচর হইল, আমি মৃদু স্বর ও এই বাণী শুনিলাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সেই আত্মা আমার সামনে থেমে গেল। কিন্তু আমি দেখতে পাইনি তা কি ছিল। আমার চোখের সামনে কিছু একটা অবয়ব ছিল মাত্র এবং চারদিক নিস্তদ্ধ ছিল। তারপর আমি একটি কণ্ঠস্বর শুনতে পেলাম: অধ্যায় দেখুন |