ইয়োব 4:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আমার কাছে একটি বাক্য গোপনে পৌঁছিল, আমার কর্ণকুহরে তাহার ঈষৎ শব্দ আসিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আমার কাছে একটি কালাম গোপনে পৌঁছল, আমার কর্ণকুহরে তার কিছুটা আওয়াজ এল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “গোপনে একটি কথা আমার কাছে পৌঁছাল, সেকথার ফিস্ফিসানি আমার কানে বাজল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সংগোপনে এক সংবাদ আমার কাছে এল সেই স্বর এত ক্ষীণ যে অতিকষ্টে আমি শুনলাম সেই উচ্চারণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আমার কাছে একটী বাক্য গোপনে পৌঁছিল, আমার কর্ণকুহরে তাহার ঈষৎ শব্দ আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “গোপনে আমার কাছে এক বার্তা এসেছে। আমি তা নিজের কানে শুনেছি। অধ্যায় দেখুন |