Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে? সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “বুনো বলদ কি তোমার সেবা করতে রাজি হবে? সে কি রাতের বেলায় তোমার জাবপাত্রের পাশে থাকবে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 বন্য বৃষ কি তোমার কাজ করবে? সে কি তোমার গোয়ালে থাকতে চাইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 “ইয়োব, একটি বুনো বলদ কি তোমার কাজ করবে? সে কি রাত্রি বেলা তোমার শস্যাগারে থাকবে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:9
9 ক্রস রেফারেন্স  

ঈশ্বর মিসর হইতে উহাদিগকে আনিতেছেন; সে গবয়ের ন্যায় শক্তিশালী।


তাহার প্রথমজাত বৃষের শোভাযুক্ত, তাহার শৃঙ্গযুগল গবয়ের শৃঙ্গ; তদ্দ্বারা সে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতিকে গুতাইবে; সেই শৃঙ্গযুগল ইফ্রয়িমের অযুত অযুত লোক, মনঃশির সহস্র সহস্র লোক।


কিন্তু তুমি আমার শৃঙ্গ গবয়ের শৃঙ্গবৎ উন্নত করিয়াছ; আমি নব তৈলে অভিষিক্ত হইয়াছি।


গরু আপন মালিককে জানে, গর্দভ আপন প্রভুর যাবপাত্র জানে, কিন্তু ইস্রায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না।


নিস্তার কর আমাকে সিংহের মুখ হইতে, আর গবয়ের শৃঙ্গ হইতে- তুমি আমাকে উত্তর দিয়াছ।


পর্বতশ্রেণী তাহার চরাণি-স্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে।


তুমি কি যোতে গবয়কে সীতায় বাঁধিতে পার? সে কি তোমার পশ্চাতে পশ্চাতে তলভূমিতে মই দিবে?


তিনি নাচাইতেছেন তাহাদিগকে গো বৎসের ন্যায়, লিবানোন ও শিরিয়োণকে গবয় শাবকের ন্যায়।


তাহাদের সহিত গবয়, ও ষাঁড়ের সহিত যুবাবৃষ নামিয়া আসিবে, এবং তাঁহাদের ভূমি রক্তে পরিতৃপ্ত, ও ধুলা মেদে সারযুক্ত হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন