ইয়োব 39:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 পর্বতশ্রেণী তাহার চরাণি-স্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পর্বতশ্রেণী তার চারণভূমি; সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সে পাহাড়-পর্বতকে চারণভূমি করে সেখানে চরে ও সবুজ ঘাসপাতা খুঁজে বেড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 পাহাড়ে পাহাড়ে তারা চরে বেড়ায়, সবুজ তৃণের সন্ধানে ঘুরে বেড়ায় সর্বত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পর্ব্বতশ্রেণী তাহার চরাণিস্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 বুনো গাধারা পাহাড়ে বাস করে। ওটাই ওদের চারণভূমি। ঐখানেই ওরা ওদের খাদ্য খোঁজে। অধ্যায় দেখুন |