Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 পর্বতশ্রেণী তাহার চরাণি-স্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পর্বতশ্রেণী তার চারণভূমি; সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 সে পাহাড়-পর্বতকে চারণভূমি করে সেখানে চরে ও সবুজ ঘাসপাতা খুঁজে বেড়ায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 পাহাড়ে পাহাড়ে তারা চরে বেড়ায়, সবুজ তৃণের সন্ধানে ঘুরে বেড়ায় সর্বত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পর্ব্বতশ্রেণী তাহার চরাণিস্থান; সে যাবতীয় নবীন তৃণাদির অন্বেষণ করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 বুনো গাধারা পাহাড়ে বাস করে। ওটাই ওদের চারণভূমি। ঐখানেই ওরা ওদের খাদ্য খোঁজে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:8
9 ক্রস রেফারেন্স  

বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্মাণ করিয়াছি; সে গরুর ন্যায় তৃণভোজী।


যে কোন দ্রব্যের উপরে তাহাদের শবের কিঞ্চিৎ পড়ে তবে তাহা অশুচি হইবে, এবং যদি তুন্দুরে কিম্বা চুলাতে পড়ে, তবে তাহা ভাঙ্গিয়া ফেলিতে হইবে; তাহা অশুচি, তোমাদের পক্ষে অশুচি থাকিবে।


সে নগরের কলরবকে পরিহাস করে, চালকের শব্দ শুনে না।


গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?


বনগর্দভ ঘাস পাইলে কি চিৎকার করে? গরু জাব পাইলে কি রব করে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন