ইয়োব 39:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আমি মরুভূমিকে তাহার গৃহ করিয়াছি, লবণভূমিকে তাহার নিবাস করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি মরুভূমিতে তার বাড়ি করেছি, লবণ-ভূমিকে তার নিবাস করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 পতিত জমিকে আমি তার ঘর বানিয়েছি, লবণাক্ত সমতল ভূমিকে তার আবাস করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আমি তাদের প্রান্তরে ও লবণাক্ত ভূমিতে বসতি করতে দিয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি মরুভূমিকে তাহার গৃহ করিয়াছি, লবণভূমিকে তাহার নিবাস করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তাদের ঘর হিসেবে আমি তাদের মরুভূমি দিয়েছি, বসবাসের জন্য আমি ওদের নোনা জমি দিয়েছি। অধ্যায় দেখুন |