Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 তোমারই বুদ্ধিতে কি বাজপক্ষী উড়ে, দক্ষিণ দিকে আপন পক্ষ বিস্তার করে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে, দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 “তোমার বিজ্ঞতা অনুসারেই কি বাজপাখি উড়ে যায় ও দক্ষিণ দিকে তার ডানা মেলে দেয়?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 বাজপাখি কি তোমার কাছে উড়তে শেখে যখন দক্ষিণ পানে সে মেলে দেয় পাখা?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 তোমারই বুদ্ধিতে কি বাজপক্ষী উড়ে, দক্ষিণ দিকে আপন পক্ষ বিস্তার করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 “ইয়োব, তুমি কি বাজপাখীকে ডানা মেলে দক্ষিণে উড়ে যেতে শিখিয়েছ?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:26
6 ক্রস রেফারেন্স  

আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।


ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে, [পক্ষিগণের] গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শুনা যাইতেছে।


আর উষ্ট্রপক্ষী, রাত্রিশ্যেন, গাংচিল ও


পরে হারোণ আপনার পাপার্থক বলির গোবৎস আনিয়া নিজের ও নিজ কুলের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, ফলতঃ সে আপনার পাপার্থক বলি সেই গোবৎসকে হনন করিবে;


তূরীর রবের সহিত সে হ্রেষা শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শুনে।


তোমারই আজ্ঞাতে কি ঈগল ঊর্ধ্বে উঠে, উচ্চস্থানে আপনার বাসা করে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন