ইয়োব 39:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 সে তলভূমিতে খুর ঘসে, নিজ বিক্রমে আমোদ করে, অস্ত্রশস্ত্রের সহিত সাক্ষাৎ করিতে যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সে উপত্যকায় খুর ঘসে, নিজের বিক্রমে উল্লাস করে, অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সে হিংস্রভাবে মাটিতে ক্ষুর ঘষে, নিজের শক্তিতে আনন্দ প্রকাশ করে, ও সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সে মাটিতে ক্ষুর ঘষে নিজ তেজে আস্ফালন করে ধাবিত হয় রণক্ষেত্রে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সে তলভূমিতে খুর ঘসে, নিজ বিক্রমে আমোদ করে, অস্ত্রশস্ত্রের সহিত সাক্ষাৎ করিতে যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ঘোড়া খুবই খুশী কারণ সে শক্তিশালী। সে তার খুর দিয়ে মাটি আঁচড়ায় এবং দ্রুত যুদ্ধক্ষেত্রে ছুটে যায়। অধ্যায় দেখুন |