ইয়োব 39:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তাহাকে কি পঙ্গপালবৎ লম্ফন করাইয়াছ? তাহার নাসারবের তেজ অতি ভয়ানক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তাকে কি পঙ্গপালের মত লাফ দেওয়াতে পেরেছ? তার নাসিকা ধ্বনির তেজ অতি ভয়ানক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 তুমি কি তাকে পঙ্গপালের মতো লাফানোর, সদর্প হ্রেষাধ্বনি সমেত আকর্ষণীয় সন্ত্রাস উৎপন্ন করার ক্ষমতা দিয়েছ? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তুমি কি তাকে পঙ্গপালের মত উল্লম্ফলন করাতে পার? তার হ্রেষারব অতি ভয়ঙ্কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহাকে কি পঙ্গপালবৎ লম্ফন করাইয়াছ? তাহার নাসারবের তেজ অতি ভয়ানক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তুমি কি ঘোড়াকে পঙ্গপালের মত দীর্ঘ লাফ দেওয়ার যোগ্য করে তুলেছো? ঘোড়া জোরে হ্রেষাধ্বনি করে এবং লোকদের সতর্ক করে দেয়। অধ্যায় দেখুন |