Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 39:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 উষ্ট্রপক্ষিণীর ডানা উল্লাস করে, কিন্তু তাহার পক্ষ ও পালক কি স্নেহবান?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 উট পাখির ডানা উল্লাস করে, কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 “উটপাখি আনন্দের সঙ্গে তার ডানা ঝাপটায়, যদিও সারসের ডানা ও পালকের সাথে সেগুলির তুলনা করা যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 উটপাখী গর্বভরে ডানা ঝাপটায় কিন্তু তার পক্ষচ্ছায়ে কি স্নেহমমতা আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 উষ্ট্রপক্ষিণীর ডানা উল্লাস করে, কিন্তু তাহার পক্ষ ও পালখ কি স্নেহবান্‌?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 “একটি উটপাখী উত্তেজিত হয়ে ডানা ঝাপটায় কিন্তু উটপাখী উড়তে পারে না। এর ডানা ও পালক বকের ডানা ও পালকের মত নয়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 39:13
10 ক্রস রেফারেন্স  

তখন আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই স্ত্রী বাহির হইয়া আসিল; তাহাদের পক্ষপুটে বায়ু ছিল; আর হাড়গিলার পক্ষের ন্যায় তাহাদের পক্ষ ছিল, তাহারা পৃথিবীর ও আকাশের মধ্যপথে সেই ঐফা উঠাইয়া লইয়া গেল।


আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।


তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষিগণ বাসা করে; দেবদারু বৃক্ষ হাড়গিলার বাটী।


আমি শৃগালগণের ভ্রাতা হইয়াছি, উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি।


কেননা হূরমের দাসদের সহিত রাজার কতকগুলি জাহাজ তর্শীশে যাইত; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে একবার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, বানর ও ময়ূর লইয়া আসিত।


কেননা সমুদ্রে হীরমের জাহাজের সহিত রাজারও তর্শীশের জাহাজ ছিল; সেই তর্শীশের জাহাজ সকল তিন বৎসরান্তে একবার স্বর্ণ, রৌপ্য, হস্তিদন্ত, বানর ও ময়ূর লইয়া আসিত।


সারস এবং আপন আপন জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।


উষ্ট্রপক্ষী, রাত্রিশ্যেন ও গাংচিল, এবং আপন আপন জাতি অনুসারে শ্যেন,


তুমি কি তাহার প্রতি এমন বিশ্বাস রাখিবে যে, সে তোমার শস্য আনিবে, তাহা খামারে একত্র করিবে?


সে ত ভূমিতে আপন ডিম্ব ত্যাগ করে, ধুলায় উষ্ণ হইতে দেয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন