ইয়োব 38:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তৎকালে প্রভাতীয় নক্ষত্রগুলো একসঙ্গে আনন্দধ্বনি করলো, আল্লাহ্র পুত্ররা সকলে জয়ধ্বনি করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যখন শুকতারারা একসাথে গেয়ে উঠল ও স্বর্গদূতেরা সবাই আনন্দে চিৎকার করে উঠল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রভাতী তারার দল তখন সমবেত কণ্ঠে গান গেয়েছিল করেছিল জয়ধ্বনি বিদ্যধামবাসী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যখন তা সৃষ্টি করা হয়েছিল তখন প্রভাতের তারাসমূহ এক সঙ্গে গান গেয়েছিল। দেবদূতরা আনন্দে হর্ষধ্বনি করেছিল। অধ্যায় দেখুন |