Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

39 তুমি কি সিংহীর জন্য শিকার অন্বেষণ করিবে? সিংহশাবকদের ক্ষুধা কি নিবৃত্ত করিবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 তুমি কি সিংহীর জন্য শিকার খোঁজ করবে? সিংহের বাচ্চাদের ক্ষুধা কি নিবৃত্ত করবে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 “তুমি কি সিংহীর জন্য শিকারের খোঁজ করবে ও সিংহদের খিদে মিটাবে

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 তুমি কি সিংহীদের জন্য শিকার ধরে দিতে পার? কিম্বা সিংহশাবকের ক্ষুধা মিটাতে পার?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 তুমি কি সিংহীর জন্য শিকার অন্বেষণ করিবে? সিংহশাবকদের ক্ষুধা কি নিবৃত্ত করিবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 “ইয়োব, তুমি কি সিংহের জন্য খাদ্য খুঁজে দাও? তুমি কি ওদের ক্ষুধার্ত শিশুদের খেতে দাও?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:39
6 ক্রস রেফারেন্স  

যুবসিংহগণ মৃগের চেষ্টায় গর্জন করে, ঈশ্বরের কাছে তাহাদের খাদ্য অন্বেষণ করে।


যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।


যাহাতে ধুলা দ্রবীভূত ধাতুবৎ গলিয়া যায়, ও মৃত্তিকা জমাট বাঁধে?


যে ক্ষুধিত হইয়া প্রাণের তৃপ্তির জন্য চুরি করে, লোকে সেই চোরকে উপেক্ষা করে না;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন