Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

32 রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পার? স্বাতি ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পার?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার? সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 তুমি কি নক্ষত্ররাশির গতিপথ ঋতু অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পার? পার কি তুমি সপ্তর্ষিমণ্ডল ও অনুগামী নক্ষত্রদের পথনির্দেশ করতে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পার? স্বাতি ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পার?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 তুমি কি ঠিক সময়ে নক্ষত্রমণ্ডলীকে বার করতে পারো? তুমি কি বিরাট ভালুকটিকে তার শাবকসহ পরিচালিত করতে পারো?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:32
4 ক্রস রেফারেন্স  

তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথিতে পার? মৃগশীর্ষের কটিবন্ধ কি খুলিতে পার?


তিনি সপ্তর্ষি, মৃগশীর্ষ ও কৃত্তিকার, এবং দক্ষিণস্থ কক্ষ সকলের নির্মাণকর্তা।


আর যিহূদার রাজগণ কর্তৃক নিযুক্ত যে পুরোহিতেরা যিহূদা দেশের নগরে নগরে উচ্চস্থলীতে, ও যিরূশালেমের চারিদিকে নানা স্থানে ধূপ জ্বালাইত, এবং যাহারা বালের, সূর্যের ও চন্দ্রের এবং গ্রহগণের ও আকাশের সমস্ত বাহিনীর উদ্দেশে ধূপ জ্বালাইত, তাহাদিগকে তিনি নিবৃত্ত করিলেন।


তুমি কি আকাশমণ্ডলের বিধান কলাপ জান? পৃথিবীতে তাহার কর্তৃত্ব কি নিরূপণ করিতে পার?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন