ইয়োব 38:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তুমি কি ভুবনের বিস্তার জ্ঞাত হইয়াছ? বল, যদি সমস্তই জান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান? বল, যদি সমস্তই জান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 পৃথিবীর সুবিশাল বিস্তারের বিষয়টি কি তুমি বুঝে ফেলেছ? এসব কিছু যদি তুমি জানো, তবে আমায় বলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 পৃথিবীর পরিসর সম্পর্কে তোমার কোন ধারণা আছে কি? যদি জানা না থাকে, উত্তর দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তুমি কি ভুবনের বিস্তার জ্ঞাত হইয়াছ? বল, যদি সমস্তই জান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 ইয়োব, এই পৃথিবীটা যে কত বড় তা কি তুমি সত্যি সত্যিই বোঝ? যদি তুমি এসব বুঝে থাকো, আমায় বল। অধ্যায় দেখুন |