Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

14 ভূমণ্ডল মুদ্রাচিহ্নিত মৃত্তিকাবৎ আকারান্তর প্রাপ্ত হয়, সকলই বস্ত্রের ন্যায় প্রকাশ পায়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 দুনিয়া সীলমোহরকৃত মাটির মত আকার পায়, সকলই কাপড়ের মত প্রকাশ পায়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 পৃথিবী সিলমোহরের তলায় লেগে থাকা মাটির মতো আকার নেয়; তার বৈশিষ্ট্য এক পোশাকের মতো ফুটে ওঠে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 মুদ্রাঙ্কিত মৃত্তিকার প্রতিটি রেখার মত, পাটভাঙ্গা বস্ত্রের প্রতিটি ভাঁজের মত, ভূমণ্ডলের সব কিছুই স্পষ্ট হয়ে ওঠে দিব্যলোকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 ভূমণ্ডল মুদ্রাচিহ্নিত মৃত্তিকাবৎ আকারান্তর প্রাপ্ত হয়, সকলই বস্ত্রের ন্যায় প্রকাশ পায়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রভাতের আলো, পাহাড় এবং উপত্যকা সহজেই দেখতে সহায়তা করে। যখন দিনের আলো পৃথিবীতে এসে পড়ে, তখন জামার ভাঁজের মত সেই স্থানের রূপ সহজেই বোঝা যায়। সেই স্থান, শীলমোহর দিয়ে ছাপ মারা নরম কাদার মতই (সমতল) আকৃতি ধারণ করে।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:14
4 ক্রস রেফারেন্স  

তুমি তাহা জলধি-বস্ত্রে আচ্ছাদন করিয়াছিলে; পর্বতগণের উপরে জল দাঁড়াইয়াছিল।


তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রাতপের ন্যায় বিস্তার করিয়াছ।


যেন তাহা পৃথিবীর প্রান্ত সকল ধরে, আর দুষ্টগণকে তাহা হইতে ঝাড়িয়া ফেলা যায়?


দুষ্টগণ হইতে তাহাদের দীপ্তি নিবারিত হয়, আর উচ্চ বাহু ভগ্ন হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন